নিজস্ব প্রতিনিধিঃঃ পটুয়াখালীর বাউফলে শুক্রবার (২৬ নভেম্বর) দুপুরে রান্নাঘর থেকে নাদিয়া (১৫) নামে এক এসএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে।উপজেলার সূর্যমণি ইউনিয়নের উত্তর নুরাইনপুর গ্রামের বাবুল মৃধার মেয়ে নাদিয়া।
স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সকালে নাদিয়ার মা হনুফা বেগম তার (নাদিয়ার) খালা বাড়ি যান। নাদিয়া এ সময় ঘরে একাই ছিল। সকাল সাড়ে ১১ টার দিকে প্রতিবেশীরা নাদিয়াকে তাদের রান্নাঘরে মেঝেতে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে দ্রুত বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাসিফুল ইসলাম তাকে (নাদিয়াকে) মৃত ঘোষণা করেন।
বাউফল থানার ওসি আল মামুন বলেন, এ বিষয়ে অপমৃত্যুর মামলা হয়েছে। নাদিয়ার মৃত্যু রহস্যজনক হওয়ায় লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply