বরিশাল উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুনিবুর রহমান এর বিদায় ঢাকা জনপ্রশাসন মন্ত্রনালয় (প্রশাসন সচিব) হিসেবে বদলী আদেশের প্রেক্ষিতে গত ৩০-১১-২০২১ খ্রিঃ তারিখে অফিসার্স ক্লাব এর কর্তৃক এক বিশেষ বিদায়ী সংবর্ধনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন অফিসার্স ক্লাবের উপদেষ্টা মন্ডলীর সদস্য উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মাহবুবুর রহমান মধু। সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীর উপস্থিতিতে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বর্তমান উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামান। আবেগঘন অনুষ্ঠানে তাঁর কর্মজীবনের স্মৃতিচারণসহ তার মহান আত্মত্যাগ ও বিশেষ অবদানের কথা স্মরণ করে বক্তব্য রাখেন,
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রশান্ত কুমার দাস, আব্দুর রহমান যুব উন্নয়ন কর্মকর্তা, উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল মান্নান, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মোঃ মেহেদী হাসান, মোঃ মাইনুল হাসান উপজেলা প্রকৌশালী, মোঃ বাবুল গাজী উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা, সঞ্জিব সন্ন্যামত সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা, মোঃ শওকত হোসেন সহকারী ম্যাজিস্ট্রেট, সুদিন্তা বড়াল স্বাস্থ্য সেবা কর্মকর্তা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) গৌতম বড়াল, রকিবুর রহমান খান অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট,
সোহেল মারুফ অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি কর্মকর্তা, মোঃ মেহেদী হাসান এসি ডিবি, মোঃ খলিলুর রহমান এসি ট্রাফিক, মোঃ আজিমুল করিম ওসি কোতয়ালি, এইচ এম আব্দুল মুকুল ওসি কাউনিয়া, মোঃ আসাদুজ্জাম্মান (আসাদ) ওসি বন্দর।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসারের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও নতুন কর্মস্থলে উজ্জল ভবিষ্যৎ কামনা করে ক্রেস্ট এবং শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।
Leave a Reply