নিজস্ব প্রতিবেদক::বরিশালগামী একটি যাত্রীবাহী বাস ফরিদপুরের নগরকান্দায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন। বৃহস্পতিবার ভোর ৬টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ডাঙ্গী-বটতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
ভাঙ্গা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক সোহানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের জানান, রাজধানী ঢাকা থেকে বরিশালের উদ্দেশে ছেড়ে আসা ইসলাম পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এ ঘটনায় বাস চালক ঘটনাস্থলেই নিহত হয় এবং অন্তত ১০ জন বাসযাত্রী আহত হয়েছে।
আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে বাসচালকের নাম সুমন, তার পিতার নাম বজলু।
Leave a Reply