মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বরিশাল মুক্ত দিবস উপলক্ষে বরিশাল সাংবাদিআয়োজনক ইউনিয়নের (জেইউবি) আয়োজনে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩ টা থেকে সাড়ে ৪ টা পর্যন্ত ঘন্টাব্যাপী নগরীর বরিশাল সিটি কলেজ কক্ষে চারুকলা বরিশাল এর সহযোগিতায় এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগীতায় নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশু থেকে ১০ শ্রেনীর শতাধিক শিক্ষার্থীরা অংশ নেয়।
এসময় বরিশাল সাংবাদিক ইউনিয়নের (জেইউবি) সভাপতি মনিরুল আলম স্বপন খন্দকার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম,চারুকলা বরিশাল এর সংগঠক সুশান্ত ঘোষ, অ্যাভভোকেট সুভাষ চন্দ দাস,জেইউবি’র কোষাধ্যক্ষ আলী জসীম, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও জেইউবি সদস্য নজরুল বিশ্বাস, সাধারণ সম্পাদক মিথুন সাহা, জেইউবি সদস্য বাপ্পি মজুমদার, জেইউবি’র দপ্তর সম্পাদক কামরুল আহসান, জেইউবি সদস্য মোঃ বশির আহমেদ ও জহির রায়হান উপস্থিত ছিলেন।
Leave a Reply