নিজস্ব প্রতিবেদকঃঃ ভোলার বোরহানউদ্দিনে যুবলীগের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের বিরুদ্ধে প্রার্থী হওয়ায় তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আওয়ামী যুবলীগের এক বর্ধিতসভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মো. তাজউদ্দিন এক প্রেস ব্রিফিংয়ে বহিষ্কৃত দুই বিদ্রোহী প্রার্থীর নাম ঘোষণা করেন।
তারা হলেন— বোরহানউদ্দিন উপজেলা যুবলীগ সিনিয়র সহসভাপতি মো. আলাউদ্দিন সরদার। তিনি পক্ষিয়া ইউনিয়নে নৌকা প্রার্থীর বিরুদ্ধে চশমা প্রতীক নিয়ে চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
অপরজন যুবলীগ উপজেলা শাখার সদস্য মো. নূর হোসেন হাওলাদার টবগী ইউনিয়নে নৌকা প্রার্থীর বিরুদ্ধে মোটরসাইকেল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
Leave a Reply