নিজস্ব প্রতিনিধিঃঃভোলার ভেদুরিয়ায় দুই মেম্বার প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ১০টার দিকে ৭ নং ওয়ার্ড মেম্বার প্রার্থী সিরাজ উদ্দিনের গণসংযোগকালে তার কর্মীরা প্রতিপক্ষ নুরুল ইসলামের নির্বাচনি অফিস ভাঙচুর করেন।
স্থানীয়রা জানান, এ ঘটনাকে কেন্দ্র করে রাতে উভয়পক্ষে দফায় দফায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এতে ৩০ জনের মতো আহত হন। তাদের মধ্যে ২২ জনকে ভোলা হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।রাতেই পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
ভোলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন ফকির জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
Leave a Reply