নিজস্ব প্রতিনিধিঃঃএমভি অভিযান-১০ লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ স্বজনদের দেখতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার শিকার হলেন দুই তরুণ। মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মারা গেছেন দু’জনেই।শুক্রবার (২৪ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে ঝালকাঠির কাঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়ন পরিষদের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
সড়ক দুর্ঘটনায় নিহত হাসিব (২২) পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ফারুক আকনের ছেলে এবং পারভেজ (১৮) কাঠালিয়া উপজেলার আমুয়া গ্রামের মো. খোকনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আহত স্বজনদের খোঁজ-খবর নিতে হাসিব ও পারভেজ মোটরসাইকেলে করে কাঠালিয়া থেকে ঝালকাঠি সদর হাসপাতালে যাচ্ছিলেন। পথে নিয়ন্ত্রণ হারালে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লাগে।
Leave a Reply