নিজস্ব প্রতিনিধিঃঃসুগন্ধা নদীতে লঞ্চের আগুনে চারদিন পর উদ্ধার হলো আরও একজনের মরদেহ। এই নিয়ে লাশের সংখ্যা হলো ৪২। এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকান্ডের ঘটনায় টানা চতুর্থ দিনের মতো উদ্ধার কার্য পরিচালনা করছে ফায়ার সার্ভিস, নৌ পুলিশ ও কোস্টগার্ড।লঞ্চ কর্তৃপক্ষের ‘সন্ধান পায়নি’ তদন্ত কমিটি
সোমবার সকালে চতুর্থ দিনের উদ্ধার অভিযানের শুরুতেই সুগন্ধা নদী থেকে আরেক ব্যক্তির মরদেহ পায় উদ্ধারকারী দল। দুর্ঘটনার চারদিন পর এসেও এখনও নিখোঁজ স্বজনদের খুঁজে পাবার উদ্দেশে সুগন্ধার তীরে প্রতীক্ষার প্রহর গুনছে অনেকে।ঝালকাঠির জেলা প্রশাসনের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিলো, উদ্ধার অভিযান চলবে কয়েকদিন ব্যাপী। তারই ফলশ্রুতিতে আজ চতুর্থ দিনের উদ্ধার অভযানের সময় নতুন করে এই লাশ খুঁজে পায় উদ্ধারকারীরা। আজও জেলা প্রসাশক জানিয়েছে, সামনেও আরও কয়েকদিন চলবে এই উদ্ধার অভিযান।
এদিকে আগেই উদ্ধার করা ৪১ জনের মৃতদেহের মাঝে শনাক্ত করতে পারা মৃতদেহগুলোকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। শনাক্ত করতে না পারা ৩২ জনের লাশ দাফন করা হয়েছে সরকারী উদ্যোগে। সেইসব লাশের পরিচয় শনাক্তের জন্য ডিএনএ নমুনা সংগ্রহ করে রাখা আছে। নিহতের স্বজনদের ডিএনএ নমুনা সংগ্রহের কার্যক্রম পরিচালনা করবে সিআইডি।এমভি অভিযান-১০ লঞ্চের এই অগ্নিকান্ডের ঘটনায় ইতিমিধ্যেই লঞ্চের ৪ মালিকসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
মর্মান্তিক এই অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত বা নিখোঁজ ব্যতিরেকেও শতাধিক মানুষ আহত হয়েছেন। ঢাকা, বরিশাল ও ঝালকাঠির বিভিন্ন হাসপাতালে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
Leave a Reply