নিজস্ব প্রতিবেদক :: বরিশালে কোনধরনের নিয়মনীতির তোয়াক্কা না করে প্রকাশ্যে দিবালোকে জেলার আগৈলঝাড়া উপজেলার মাগুরা-ভাল্লুকশী সড়কের সরকারী রাস্তার গাছ নিজেদের দাবী করে বিক্রি করার অভিযোগ পাওয়া গেছে।খবরপেয়ে বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা বন বিভাগের কর্মকর্তারা।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিন থেকে মাগুরা-ভাল্লুকশী সড়কের গৌরনদী সীমান্তবর্তী ৭৫ ফুট ব্রীজ এলাকায় সরকারী রাস্তার দুইপাশের সরকারী গাছ বিক্রি করেছে স্থানীয় এস্কেন্দার সরদার নামের এক ব্যক্তি। আর এসব গাছ বিক্রিতে সহায়তা প্রদান করেছে হামজালাল ফকির নামের স্থানীয় এক প্রভাবশালী।এছাড়াও ওইসড়ক থেকে ইতোমধ্যে কয়েক লাখ টাকার গাছ বিক্রি করে দিয়েছে প্রভাবশালী মহল। বিক্রি করা গাছ কেটে নিয়ে যাচ্ছেন শ্রমিকরা। গাছ কেটে নেয়ার বিষয়ে এস্কন্দোর সরদার জানান, গাছগুলো তারা নিজেরা রোপন করেছেন, তাই বিক্রি করা হয়েছে।
এ বিষয়ে রাজিহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইলিয়াস তালুকদার বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে খোঁজখবর নিয়ে সরকারী গাছ কাটার সত্যতা পাওয়া গেলে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।আগৈলঝাড়া উপজেলা বন কর্মকর্তা মনিন্দ্রনাথ হালদার বলেন, ২০১২-১৩ সালে মাগুরা-ভাল্লুকশী সড়কে সিআরপিআরপি প্রকল্পের আওতায় তিন হাজার বৃক্ষরোপন করা হয়।
এছাড়াও ২০০০-২০০১ সালে এলজিইডি থেকে মাগুরা ভাল্লুকশী সড়কে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপন করা হয়েছে। অতিসম্প্রতি ওই সড়ক থেকে গাছ কেটে নেয়ার খবরপেয়ে ঘটনাস্থলে বনরক্ষীদের পাঠিয়ে গাছ কাটার সত্যতা পাওয়া গেছে। তিনি আরও জানান, বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করে আইনগত ব্যবস্থা গ্রহন করার প্রস্তুতি চলছে।
Leave a Reply