বরিশাল শের-ই বাংলা হাসপাতালের বার্ন ইউনিট চালু বরিশাল শের-ই বাংলা হাসপাতালের বার্ন ইউনিট চালু – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : hafija khan : hafija khan
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিক সমন্বয় পরিষদ বরিশাল’র নির্বাচন অনুষ্ঠিত। সভাপতি আলহাজ্ব কে.এম তারেকুল আলম অপু সাধারন সম্পাদক মোঃ অলিউল ইসলাম – ঝালকাঠির শ্রেষ্ঠ সম্মাননা পুরষ্কার পেল বন্ধুমহল ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি নলছিটিতে দুই প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা হেফাজতের নলছিটি উপজেলার কমিটি গঠন : সভাপতি শফিকুল ইসলাম, সম্পাদক হানযালা নোমানী নলছিটিতে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালিত বিজয় দিবসে নলছিটিতে ফ্রি মেডিকেল ক্যাম্প নলছিটিতে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত নলছিটি উপজেলা প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন , মোহসীন আহবায়ক, মিঠু সদস্য সচিব  নলছিটিতে বিএনপি নেতা গিয়াস মাঝির স্মরণ সভা  সাংবাদিক মিলন কান্তি দাসের পিতার ৪০তম মৃত্যু বার্ষিকী আজ

বরিশাল শের-ই বাংলা হাসপাতালের বার্ন ইউনিট চালু

Reporter Name
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১
  • ৪০৮ সময় দর্শন

নিজস্ব প্রতিবেদকঃঃ বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট প্রায় ২০ মাস পর চালু হয়েছে। চিকিৎসক না থাকায় গত বছরের এপ্রিলে বার্ন ইউনিটটি বন্ধ হয়ে গিয়েছিল। নতুন করে চিকিৎসক পদায়ন করায় গতকাল বুধবার থেকে বার্ন ইউনিটে চিকিৎসা পাচ্ছে রোগীরা।

এর আগে গত বৃহস্পতিবার ঝালকাঠির সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। অগ্নিদগ্ধ রোগীদের চিকিৎসা ব্যাহত হওয়ায় ব্যাপক আলোচনার পর স্বাস্থ্য মন্ত্রণালয় হাসপাতালটির বন্ধ থাকা বার্ন ইউনিটে বুধবার একজন কনিষ্ঠ বিশেষজ্ঞ চিকিৎসক পদায়ন করে। আগামী রোববারের মধ্যে সহযোগী অধ্যাপক পদে আরও একজন চিকিৎসক যোগ দেওয়ার সম্ভবনা আছে। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের পরিচালক এইচ এম সাইফুল ইসলাম।

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপতাল সূত্র জানায়, ২০২০ সালের ২৮ এপ্রিল হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে কর্মরত একমাত্র চিকিৎসক এম এ আজাদের রহস্যজনক মৃত্যু হয়। নতুন কোনো চিকিৎসক পদায়ন না করায় এর পর থেকে বরিশাল বিভাগের একমাত্র ৩০ শয্যার এই গুরুত্বপূর্ণ ইউনিট বন্ধ ছিল। হাসপাতাল কর্তৃপক্ষ একাধিকবার যথাযথ কর্তৃপক্ষকে চিঠি দিলেও অধিদপ্তর বা মন্ত্রণালয় থেকে কোনো চিকিৎসক পদায়ন করা হচ্ছিল না।

২০১৫ সালের ১২ মার্চ হাসপাতালের নিচতলায় আটটি শয্যা নিয়ে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগ চালু হয়েছিল। বিভাগে ৮ জন চিকিৎসক ও ১৬ জন নার্সের পদ রাখা হয়। পরে রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ইউনিটটি ৩০ শয্যায় উন্নীত করা হয়। চালু থাকা পাঁচ বছরে পাঁচ হাজারেরও বেশি রোগী বার্ন ইউনিটে চিকিৎসা নিয়েছে।

সূত্র জানায়, শুরুতে ইউনিটটি পরিচালনার দায়িত্ব পান সহকারী অধ্যাপক হাবিবুর রহমান। বছরখানেক পর তিনি অবসরে গেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক শাখাওয়াত হোসেনকে সেখানে পদায়ন করা হয়। কিন্তু তিনি নতুন কর্মস্থলে যোগদান করেননি। পরে জ্যেষ্ঠ বিশেষজ্ঞ এ কে এম আজাদকে বার্ন ইউনিটের দায়িত্ব দেওয়া হয়। ২০২০ সালের ২৮ এপ্রিল নগরীর একটি বেসরকারি ক্লিনিকে এ কে এম আজাদের রহস্যজনক মৃত্যু হয়। একমাত্র চিকিৎসকের মৃত্যুতে চিকিৎসক শূন্যতার কারণে ওই বছরের ১৫ মে আনুষ্ঠানিকভাবে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটটি বন্ধ করে দেওয়া হয়।

হাসপাতাল সূত্র জানায়, গত বৃহস্পতিবার ঝালকাঠির সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ড ঘটে। এতে এ পর্যন্ত ৪৩ জনের মৃত্যু ও কমবেশি ৯০ জন অগ্নিদগ্ধ হন। প্রাথমিক অবস্থায় গুরুতর ৮৬ জন দগ্ধ রোগীকে গত শুক্রবার সকাল থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু এখানকার বার্ন ইউনিটে কোনো চিকিৎসক না থাকায় ঢাকা থেকে জরুরি ভিত্তিতে সাতজন চিকিৎসককে এই হাসপাতালে পাঠিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছিল। রোগীদের অবস্থার উন্নতি হওয়ায় তাঁরা গত মঙ্গলবার বিকেলে ঢাকায় ফিরে যান। ওই দুর্ঘটনার পর এই হাসপতালের বার্ন ইউনিটে চিকিৎসক না থাকার বিষয়টি ব্যাপকভাবে আলোচিত হয়। এরপরই ইউনিটটি চালু করার ও চিকিৎসক পদায়নের বিষয়টি গতি পায়।

হাসপাতালের পরিচালক এইচ এম সাইফুল ইসলাম বলেন, ইউনিটটি পূর্ণাঙ্গভাবে চালু করতে আরও চিকিৎসক এবং দক্ষ জনবল দরকার। তিনি আশা করছেন, অচিরেই চিকিৎসক পাওয়া যাবে। ইতিমধ্যে আরও একজন সহযোগী অধ্যাপককে এখানে পদায়নের প্রক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর