নিজস্ব প্রতিবেদকঃঃবরিশালের গৌরনদীতে হানিফ পরিবহনের একটি বাসচাপায় রাসিদা আক্তার (৬০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় উপজেলার সাউদের খালপাড়ের কটকস্থল এলাকায় বরিশাল-ঢাকা মহাসড়কে এ ঘটনা ঘটে।
গৌরনদী হাইওয়ে থানা পুলিশের সার্জেন্ট মো. মাহাবুবুর রহমান জানান, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর গাবতলী থেকে কুয়াকাটার উদ্দেশ্যে ছেড়ে আসে। ঢাকা মেট্রো ব-১৪-৭২০৪ নম্বরের ওই বাসটি সন্ধ্যা সোয়া ৫টার দিকে বেপরোয়া গতিতে উপজেলার কটকস্থল এলাকা অতিক্রম করছিল।
এ সময় রাসিদা আক্তার মহাসড়ক পার হচ্ছিলেন। দ্রুতগতির বাসটি ওই বৃদ্ধাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে গৌরনদী হাইওয়ে থানা পুলিশ ঘাতক বাসটি জব্দ করে। বাসের চালক ও হেলপার পালিয়েছে।
Leave a Reply