নিসজ্ব প্রতিবেদক::পটুয়াখালীর বাউফল উপজেলার কেশবপুর ইউপির কেশবপুর গ্রামে পূর্ব বিরোধের জের ধরে একটি দোতালা বসত ঘর আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ( ২০ জানুয়ারি) ভোর রাতে এ ঘটনা ঘটেছে।প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৩টার দিকে বসত ঘরটিতে আগুন লাগে। ঘরটির খুটি ও টিন পুড়ে ধুমড়ে মুচড়ে পরার শব্দ শুনে এলাকার লোকজন ডাক চিৎকার শুরু করেন। ঘটনার সময় ওই বসত ঘরের মালিক বাড়ি ছিলেন না। ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ঘরটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।
বসত ঘরের মালিক নুরুল ইসলাম অভিযোগ করেন, ‘কেশবপুর ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন পিকুর সাথে আমাদের বিরোধ চলে আসছে। চেয়ারম্যান পিকুর ভাইর খুনের মামলায় তাকেসহ তার ৩ ভাইকে আসামী করা হয়েছে। এ কারণে চেয়ারম্যানসহ তার পরিবারের লোকজন আমাদের উপর ক্ষুদ্ধ ছিল। খুনের ঘটনার পর অর্থাৎ ২০২০ সালের আগস্ট মাস থেকে আমরা পরিবার পরিজন নিয়ে এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছি। বসতঘরটিতে আমরা ৪ ভাই সহ স্ত্রী ও সন্তানদের নিয়ে থাকতাম। ওই সময় থেকে ঘরটি তালাবদ্ধ অবস্থায় ছিল। চেয়ারম্যান সালেহ উদ্দিন পিকু ও তার স্বজনরা প্রকাশ্যে আমাদের বাড়ি ঘর পুড়িয়ে দেয়ার হুমকি দিয়েছিল। এ জন্য ১৫-২০ দিন আগে আমি বাউফল থানায় জিডি করতে গেলে ওসি জিডি নেয়নি। চেয়ারম্যানের লোকজনই আমাদের বসত ঘরটি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে।
এর আগে চেয়ারম্যানের লোকজন আমাদের একটি মাইক্রোবাস গাড়ি পুড়িয়ে দেয়। ব্যবসাপ্রতিষ্ঠানের মালামাল লুট করে নিয়ে যায়। সব মিলিয়ে আমাদের ২৫-৩০ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান সালেহ উদ্দিন পিকু বলেন, ‘ তাদের সাথে আমাদের বিরোধ চলছে সত্য। কিন্তু কখনও তাদের ঘরে আগুন দেওয়ার কথা চিন্তায়ও আসেনি। তাদের কোন দোসররা এঘটনা ঘটাতে পারে।’উপজেলা ফায়ার সার্ভিস পরিদর্শক আরিফুজ্জামান শেখ বলেন, আমাদের টিম ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বসত ঘরটি পুড়ে ছাই হয়ে যায়।’বাউফল থানার ওসি আল মামুন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি।’ অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply