২১ জানুয়ারি শুরু হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। এ বছর ৬টি দল অংশ নিচ্ছে এই সংক্ষিপ্ত ভার্সনের ক্রিকেট লিগে। বিপিএলে অংশ নেওয়া প্রত্যেক দল নিজেদের উপস্থিতি জানান দিচ্ছে নানা উপায়ে। থিম সং হলো এসবের একটি মাধ্যম। আর এই থিমের সং-এর মাধ্যমেই কণ্ঠশিল্পী কিশোর যুক্ত হলেন বিপিএলের এবারের আসরে।
‘মিনিস্টার ঢাকা’র থিম সং গেয়েছেন তিনি। ঢাকার এই দলটিতে আছেন বাংলাদেশের ক্রিকেটে ‘পঞ্চপাণ্ডব’খ্যাত সিনিয়র ৫ ক্রিকেটারের ৩ জনই। ‘ক্যাপ্টেন কুল’খ্যাত মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বে আছেন মাশরাফি মর্তুজা ও তামিম ইকবাল। তাঁদের দলের জন্য তৈরি থিম সংটির অংশবিশেষ এমন- ‘জয়ের জন্য লড়বে এবার মিনিস্টার ঢাকা/ ছক্কা চারে বারেবার ঘুরবে রানের চাকা’।গানের সুর করে নিজেই গেয়েছেন কিশোর। গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন।
কিশোর বলেন, ‘ক্রিকেট আমার বিশেষ ভালো লাগার বিষয়। সে জন্যই আলাদা আবেগ দিয়ে গাইলাম থিম সংটি। আশা করি, ক্রিকেট মাঠের দর্শকের পাশাপাশি সবারই এটি ভালো লাগবে।’
Leave a Reply