মোঃ শহিদুল ইসলাম//দখিনের জনপদ সহ গোটা দেশে বইছে কনকনে শীত, পাশাপাশি ঘন কুয়াশা,এই প্রচন্ড শীতে অসহায় দারিদ্র মানুষের কষ্টের শেষ থাকে না। দুর অবস্থার সময় অবহেলিত আর হতদরিদ্র মানুষের পাশে এসে দাড়িয়েছে ”এসএসসি ২০০২ ব্যাচ বাংলাদেশ ফেসবুক গ্রুপ” এটি একটি জনকল্যাণমুখী ও সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন।”উইন্টার ওয়ারম ক্যামপেইন ২০২২” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের বিভিন্ন জেলাব্যাপী শীত বস্ত্র বিতারন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন এসএসসি ০২ ব্যাচ বাংলাদেশ ফেসবুক গ্রুপের বন্ধুরা, বিগত বছর গুলোর মতো দেশ ও দেশের বাহিরে রয়েছে আছে তাদের সহায়তায় শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতারন কর্মসুচি পালন করে চলেছেন। তার ধারাবাহিকতায় বরিশালেও ২৯ জানুয়ারি শনিবার বিকাল ৪ টায় বরিশাল সদর উপজেলার সাহেবের হাট বন্দর থানা আওতাধীন ফাজিল মাদরাসা মাঠ প্রাঙ্গনে এসএসসি ২০০২ ব্যাচ বাংলাদেশ গ্রুপের পক্ষ থেকে অসহায় শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।জানা যায়,SSC 2002 BATCH BANGLADESH✅ ফেইসবুক গ্রুপটি সর্বদা মানব কল্যানে কাজ করে চলেছে প্রতিনিয়ত। গ্রুপের সৃষ্টির সূচনালগ্ন থেকেই বন্ধুদের সহযোগিতায় বিভিন্ন জনকল্যাণ মূলক কাজ করে সুনাম অর্জন করেছেন। এরই ধারাবাহিকতায় এ বছরও দেশের বিভিন্ন জেলার পাশাপাশি বরিশালেও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণের চিত্র। দেশ ও দেশের বাহিরের ০২ ব্যাচ বন্ধুদের সহযোগিতায়, এবং বরিশাল বিভাগের দায়িত্বরত বন্ধুদের সমন্বয়ে সদর উপজেলার সাহেবের হাট শহীদ জিয়াউর রহমান ডিগ্রী কলেজ শীতার্তদের মাঝে তিন শতাধিক কম্বল বিতারন করা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ ও লংকাবাংলা ফাইন্যান্সের সিনিয়র প্রেসিডেন্ট কামরুজ্জামান খান মাসুম ও বিশেষ অতিথি মোঃ আসাদুজ্জামান অফিসার ইনচার্জ বিএমপি,বন্দর থানা বরিশাল, এছাড়া ছিলেন বরিশাল বিভাগীয় প্রধান সমন্বয়কারী এম,আর,খান বাবু (মডারেটর-ব্লাড ব্যাংক) নিয়াজ মোর্শেদ বিপ্লব এস, বি, এম, প্রিন্স হাওলাদার, শহিদুল ইসলাম ও মোর্শেদ তালুকদার। সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন হাফিজুর রহমান, হুমায়ূন কবির, ফয়সাল হোসেন মুন্না, জাহিদ ইসলাম, তানভীর ইসলাম দিপু, কাওছার আহম্মেদ, রাসেল, দিপক মজুমদার, রাজিউর রহমান,মেহেদী হাসান,নাসির মাহামুদ পাবেল,শাকিল রাড়ী, নাজমুল হুদা, সাবিনা ইয়ামিন সুমা, হাসি, ও জোনাকী আক্তার সহ প্রমুখ।
Leave a Reply