নিজস্ব প্রতিবেদক::স্ত্রীর বিরুদ্ধে চুরির মামলার পর এবার পাল্টা যৌতুক মামলায় স্বামীকে আসামি করলেন স্ত্রী।স্থানীয়দের বরাতে জানা যায়, বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের তালতা গ্রামের মৃত মান্নান খন্দকারের কলেজ পড়ুয়া মেয়ে মৌ আক্তার (২৩) এর সঙ্গে একই এলাকার মো. আব্দুর রব এর ছেলে চট্টগ্রামে হোটেল কন্টিনেন্টালে কর্মরত সালাউদ্দিন আহম্মেদের (৩১) সামাজিকভাবে ২০২০ সালের ৪ অক্টোবর বিয়ে হয়।
মৌ আক্তার জানান, গত ২৩ জানুয়ারি ২০২২ তিনি যৌতুক মামলা করেছেন। তাঁর অভিযোগ, যৌতুকের দাবিকৃত টাকা দিতে অস্বীকার করায় তার ওপর নির্যাতন চালিয়ে আসছিলেন স্বামী ও তার পরিবারের লোকজন। যৌতুকের টাকা না দিলে তালাক দেওয়ার হুমকি দিয়ে আসছেন স্বামী। নির্যাতনের মাত্রা বেড়ে যাওয়ায় মৌ সাত মাস যাবৎ বাবার বাড়িতে বসবাস করছেন।
বরিশাল সিনিয়র জুডিশিয়াল আদালতে দায়ের করা স্ত্রীর মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিয়ের সময় মেয়ের পরিবার থেকে এক লাখ টাকার উপঢৌকনসহ স্বামীর বাড়িতে তুলে দেওয়া হয় মৌকে। চাকরির সুবাদে সালাউদ্দিন পরিবারের লোকজন নিয়ে চট্টগ্রাম জেলার পাহাড়তলী থানার ফিরোজ শাহ কলোনিতে ভাড়া বাসায় বসবাস শুরু করেন। বিয়ের ছয় মাস যেতে না যেতেই স্বামী সালাউদ্দিন ব্যবসা করার জন্য স্ত্রীর কাছে পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করেন। টাকা দিতে না পারায় মৌকে নির্যাতন করে আসছেন স্বামী।
এদিকে অভিযুক্ত স্বামী সালাহউদ্দিন দাবি করেন, আমার স্ত্রী মৌ বাসা থেকে স্বর্ণালংকার, ল্যাপটপ, কাপড়-চোপড়সহ মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে গেছে। তার বিরুদ্ধে চট্টগ্রাম মেট্টোপলিটন আদালত ৪-এ গত বছর ১৫ ডিসেম্বর একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর সিআর ২১৪/২১। ওই মামলা থেকে বাঁচার জন্য আমার বিরুদ্ধে যৌতুক মামলা করেছে।
Leave a Reply