নিজস্ব প্রতিনিধি:: ভোলার বোরহানউদ্দিনের টবগী ইউনিয়নে শিক্ষক রেদোয়ানের (৪০) বিরুদ্ধে শিশু শিক্ষার্থী হালিমাকে (৪) পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। আজ সোমবার ওই শিক্ষককে ভোলা আদালতে পাঠানো হয়েছে।
জানা গেছে, গত শনিবার নুরানি মাদ্রাসার ছাত্রী হালিমা মাদ্রাসা যায়। এ সময় মাদ্রাসার শিক্ষক রেদোয়ান হালিমাকে পড়া জিজ্ঞাসা করলে সে বলতে পারেনি। এ জন্য শিশুটিকে লাঠি দিয়ে বেদম পিটিয়ে মারাত্মক জখম করেন ওই শিক্ষক।গতকাল রোববার এ ঘটনায় আহত শিশুটির মা বিবি মরিয়ম বাদী হয়ে ওই শিক্ষকের বিরুদ্ধে শিশু আইন-২০১৩ এর ৭০ ধারায় বোরহানউদ্দিন থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ ওই দিনই অভিযুক্ত শিক্ষক রেদোয়ানকে গ্রেপ্তার করে।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন ফকির বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিভাবকের অভিযোগের ভিত্তিতে গতকাল অভিযুক্ত শিক্ষক রেদোয়ানকে গ্রেপ্তার করা হয়। আজ সকালে তাঁকে ভোলা আদালতে পাঠানো হয়েছে।
Leave a Reply