ধর্ষণের অভিযোগে ঝালকাঠিতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন ও ঝাড়ু মিছিল। নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলায় পলাতক থাকা ঝালকাঠির নলছিটি উপজেলার কুলকাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখতারুজ্জামান বাচ্চুর বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী।বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভে মিছিল অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালে বিক্ষুব্ধ এলাকাবাসী জানায়, নলছিটির এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় রাজধানীর খিলগাও থানায় চেয়ারম্যান বাচ্চুর বিরুদ্ধে মামলা হয়েছে। ওই মামলায় অবিলম্বে গ্রেফতার করে তাকে আইনের আওতায় আনার দাবী করেন তারা।মানববন্ধন শেষে চেয়ারম্যান আকতারুজ্জামান বাচ্চুর কুশপুত্তলিকা দাহ এবং কুলকাঠি সড়কে বিক্ষোভ মিছিল করা হয়।
উল্লেখ্য, আখতারুজ্জামান বাচ্চু নলছিটি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।এলাকাবাসী জানায়, চাকরি ও বিয়ে করার প্রলোভনের অভিযোগে ঝালকাঠির নলছিটি উপজেলার কুলকাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখতারুজ্জামান বাচ্চুর নামে রাজধানীর খিলগাঁও থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে গত ১২ জানুয়ারি একটি মামলা দায়ের করেছে এক কিশোরী।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, ৭ থেকে ৮ মাস আগে বাচ্চুর সঙ্গে ওই নারীর মোবাইল ফোনের মাধ্যমে পরিচয় হয়। পরিচয় সূত্রে ওই নারীকে ঢাকায় চাকরি দেবে এবং বিয়ে করবে বলে গত বছরের ১৩ ডিসেম্বর দক্ষিণ বনশ্রীর একটি বাসায় নিয়ে আসেন। ওইদিন তার সঙ্গে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করেন। সর্বশেষ গত ৬ জানুয়ারি রাত ১০টার দিকে বিয়ের প্রলোভন দেখিয়ে মামলার ২নং আসামির দক্ষিণ বনশ্রীর বাসায় নিয়ে আসেন এবং সেখানে কিশোরীকে ধর্ষণ করেন চেয়ারম্যান বাচ্চু। বাচ্চু নলছিটি উপজেলার কুলকাঠি ইউনিয়নের তিনবার আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। বর্তমানে কুলকাঠি চেয়ারম্যানের দায়িত্বের পাশাপাশি নলছিটি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বও পালন করছেন। খিলগাঁও থানায় তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৯(১)/৩০ ধারায় মামলাটি রুজু করা হয়েছে। এ মামলায় বাচ্চুর সহযোগি এক আসামীকে ইতোমধ্যে গ্রেফতার করেছে পুলিশ।
Leave a Reply