নিজস্ব প্রতিবেদক :: বরিশালে সড়কে সন্তান জন্ম দেওয়া সেই মানসিক ভারসাম্যহীন নারীকে প্রধানমন্ত্রীর উপহারের একটি ঘর দেওয়ার প্রতিশ্রুতিসহ তাদের সুরক্ষায় সহায়তার হাত বাড়িয়েছে প্রশাসন। শনিবার সকালে ত্রিশোর্ধ্ব নারী শহরের নৌবন্দর এলাকায় একটি ফুটফুটে ছেলে সন্তান জন্ম দেওয়ার পরে তাদের পুনর্বাসের লক্ষে শহরের খাটারখালে একটি ঘর ভাড়া করে দেওয়া হয়েছে। সেই ঘরে নবজাতককে নিয়ে নারী রাত কাটিয়েছেন। রোববার সকালে নারী এবং সন্তানকে দেখতে যান ] মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (দক্ষিণ) ফজলুল করিম। তিনি মা এবং সন্তানের সুরক্ষায় পুলিশ প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরকে দেখভালের নির্দেশনা দেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, পুলিশ কর্মকর্তা এই সময় নবজাতককে কোলে নিয়ে আদরও করেন। এর আগে নারীর রাস্তায় সন্তান জন্ম দেওয়ার বিষয়টি বিভিন্ন মাধ্যম অবগত হয়ে তাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের একটি ঘর দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন জেলা প্রশাসক মো. জসীম উদ্দিন হায়দার। বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানা পুলিশের সহকারি উপ-পরিদর্শক (এএসআই) রুমা পারভীন এই তথ্য সংবাদকর্মী৷ রিপন রানাকে নিশ্চিত করেন। মূলত এই নারী পুলিশ কর্মকর্তাই এখন নারী ও সন্তানটিকে দেখভালের দায়িত্বে রয়েছেন। পুলিশ কর্মকর্তা জানান, মায়া নামের মানসিক ভারসাম্যহীন এই নারী গতকাল শনিবার নৌবন্দরে সন্তান জন্ম দিলেও তাদের সুরক্ষার কথা ভেবে খাটারখাল কলোনীতে নিয়ে আসা হয়। সেখানে একটি ঘর আপাতত ভাড়া করে দেওয়া হয়েছে।
সমাজসেবা ও জেলা প্রশাসনের পক্ষ থেকে নারীকে আর্থিকসহ নানান সহায়তা দেওয়া হচ্ছে। এবং সমাজসেবার প্রবেশন কর্মকর্তা জেলা সাজ্জাদ পারভেজ একজন ডাক্তার নিয়েও এসেছিলেন, তিনি নারী ও সন্তানকে দেখে গেছেন। রুমা পারভীন জানান, রোববার দুপুর আড়াইটার দিকে তাদের উপরস্থ কর্মকর্তা এডিসি শিশুটিকে দেখতে ভাটারখালে যান এবং ভাল ভাবে দেখভাল করার নির্দেশনা দেন।
মা ও সন্তানের যাতে কোনো প্রকার কষ্ট না হয়। পুলিশ কর্মকর্তা আরও জানান, নারীকে সহায়তা স্থানীয়রাও এগিয়ে এসেছে। অনেকে নগদ অর্থসহ অনেক কিছু দিয়ে সহযোগিতা করেছেন। মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (দক্ষিণ) ফজলুল করিম ঘটনা স্থান গিয়ে বিষয়টি নিশ্চিত হয়ে,ভারসাম্যহীন নারী পাশে থাকা হোটেল শ্রমিক রুহুল আমিন, ধন্যবাদ জানায়, এছাড়া আবেদনের প্রেক্ষিতে জেলা প্রশাসন নগদ ৫ হাজার টাকা দিয়েছে। এই টাকা দিয়ে একটি খাটের ব্যবস্থা করাসহ যাবতীয় সামগ্রী ক্রয় করার উদ্যোগ নেওয়া হয়েছে।
Leave a Reply