প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী পদক্ষেপে বাংলাদেশ সফলভাবে করোনা সংকট মোকাবিলা করতে সক্ষম হয়েছে বলে মন্তব্য করেছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন। বৃহস্পতিবার সকালে ভোলার লালমোহন উপজেলার গজারিয়া মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে করোনার টিকা প্রদান কার্যক্রম উদ্বোধনকালে এমপি নূরুন্নবী চৌধুরী শাওন এসব কথা বলেন।
তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধ ও ডিজিটাল দেশে পরিণত হয়েছে। দেশের উন্নয়ন অগ্রগতি অব্যাহত রেখে বাংলাদেশকে বিশ্বদরবারেও মর্যাদাশীল দেশ হিসেবে পরিচিত করেছেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।পরে লালমোহন ভূমি অফিসের খাস পুকুর খনন ও সৌন্দর্যবর্ধন স্থাপনার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন এমপি শাওন।
গজারিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালামের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন প্রমুখ।
Leave a Reply