১৭’ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার সকল আট টার সময় উপজেলা প্রশাসনের আয়োজনে
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
পরে বেলা সাড়ে আটটার সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মু. গোলাম মোস্তফা এর সঞ্চালনায় নির্বাহী কর্মকর্তা আশিষ কুমার এর সভাপতিত্বে প্রধান অতিথি গলাচিপা উপজেলা পরিষদের চেয়ারম্যান মু. শাহিন শাহ্ এর উপস্থিতে মিলনায়তন হল রুমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জীবনী নিয়ে আলোচনা সভা, চিত্রাংক, রচনা, এবং সংঙ্গীত প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝেঁ পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে বঙ্গবন্ধুর ১০২ জন্মবার্ষিকী ও শিশু দিবসে কেক কাটার মাধ্যমে উদযাপন করা হয়।
এসময়ে উপস্থিত ছিলেন, বিশেষ অতিথি উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি, অধ্যাপক সন্তোষ কুমার দে, সাধারণ সম্পদাক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো, গলাচিপা থানার অফিসার্স ইনচার্জ শওকত আনোয়ার ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু, কেন্দ্রীয় আওয়ামীলীগের ধর্ম বিষয়ের উপকমিটির সম্পাদক এ্যাডঃ ফকরুল ইসলাম মুকুল, গলাচিপা প্রেস ক্লাব এর সভাপতি খালিদ হোসেন মিল্টন। এ সহময়ে সরকারী বেসরকারি দপ্তরের প্রধান কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক জিল্লুর রহমান জুয়েল, মিঠুন পাল সহ বিভিন্ন সাংবাদিক বৃন্দ সহ বিভিন্ন স্কুল কলেজ এর শিক্ষার্থীবৃন্দরা। পরে বিজয়ীদের পুরুস্কার বিতরণ করা হয়। এদিকে গলাচিপা উপজেলার বাংলাদেশ তুরস্ক ফ্রেন্ড সিফ স্কুলে শিশু ছবি ঘরের প্রতিষ্ঠাতা সভাপতি খালিদ হোসেন মিল্টন এর আয়োজনে বিভিন্ন বয়সী শিশু সমাবেশে চকলেট বিতরণ ও আনন্দ উদযাপন করা হয়।
Leave a Reply