মিলন কান্তি দাস নলছিটি,ঝালকাঠি।।
গ্রাম্য ধাত্রীর হাতে সন্তান জন্ম দিতে গিয়ে প্রাণ গেলো নলছিটি উপজেলার কুলকাঠী ইউনিয়নের পঞ্চগ্রামের সালমার বেগমের।
জানা গেছে পঞ্চগ্রামের বশির মৃধার স্ত্রী
সালমা বেগম’র প্রসব বেদনা উঠলে দুই গ্রাম্য ধাত্রী ২৩ মার্চ বুধবার বিকেল ৪টার দিকে বাড়িতে বসেই সন্তান টেনে হিচরে বের করে। সন্তান প্রসবের পর থেকেই রক্ত ক্ষরণ শুরু হয় সালমার। বিকেল গড়িয়ে রাত হলেও সালমাকে কেউ হসপিটালে নিয়ে আসেনি। পরে বশিরের ভাই ও সালমার বোন এসে রাত সারে ৮টার দিকে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। সন্তান জন্ম গ্রহণ করার সারে ৪ ঘন্টা পর সন্তানের নাভী কাটেন হসপিটালের সেবিকারা। ধাত্রী সন্তান জন্ম গ্রহণ করার পরেও নাভী বিচ্ছিন্ন না করায় বাচ্চাটিও ঝুঁকির মধ্যে ছিলো বলে জানান উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার শংকর হাওলাদার। উপস্থিত লোকজন বলেন পরিবারের অবহেলার কারণেই প্রাণ গেছে সালমার। সন্তান জন্ম গ্রহণ করার পর সারে ৪ ঘন্টা পার হলেও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে মাত্র বিশ মিনিট দুরের পঞ্চগ্রাম থেকে কেউ সালমাকে হসপিটালে নিয়ে আসেনি। তারা এই ধরনের গ্রাম্য ধাত্রীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবি জানান উপস্থিত লোকজন।
মৃত সালমা উপজেলার কুশঙ্গল ইউনিয়নের মুখিয়া গ্রামের মুজাহার ফকির’র মেয়ে। এবারের কন্যা সন্তানটি সহ দশ বছর বিবাহিত জীবনে সালমার দুই মেয়ে দুই ছেলে।
Leave a Reply