নিজস্ব প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফল উপজেলা সংলগ্ন তেঁতুলিয়া নদীর অভিযান চালিয়ে অবৈধ জাল জব্দ করেছে প্রশাসন। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে উপজেলার তেঁতুলিয়া নদীর ধুলিয়া পয়েন্ট থেকে ১২টি বেহুন্দি জাল ও ২হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।
উপজেলা মৎস কার্যালয়ের সিনিয়র মৎস কর্মকর্তা মাহবুব আলম তালুকদার বলেন, জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে মৎস অধিদপ্তর ও নৌ পুলিশের যৌথ অভিযানে বৃহস্পতিবার উপজেলার তেঁতুলিয়া নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালানো হয়। দুপুর ১টার দিকে তেঁতুলিয়া নদীর ধুলিয়া পয়েন্ট মাছ শিকার করা অবস্থায় নদীর বিভিন্ন এলাকা থেকে ১২টি অবৈধ বেহুন্দি জাল ও ২হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।পরে জালগুলো বিকেল ৫টার দিকে নিমদি লঞ্চঘাট এলাকায় এনে নদীর পাড়ে প্রকাশ্যে পুড়িয়ে ফেলা হয়।
Leave a Reply