নিজস্ব প্রতিবেদক:: বরিশালের আগৈলঝাড়ায় পানিতে ডুবে জিসান হাওলাদার (১৭) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।বুধবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলার গৈলা ইউনিয়নের কালুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। জিসান হাওলাদার ওই গ্রামের মৃত মোবেশ্বের হাওলাদারের ছেলে এবং সরকারি শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিল।
জিসান বাড়ির পাশের একটি পুকুরে মাছ ধরতে নেমে ডুবে যায়। অনেক সময় পার হলেও বাড়ি না ফেরায় পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খুঁজতে শুরু করে। পরে পুকুরে তার মরদেহ ভাসতে দেখে।
জিসানের মা নাজমা বেগম জানান, জিসান মৃগ রোগে আক্রান্ত ছিল। তাকে মাছ ধরতে নিষেধ করলেও কথা শুনেনি। দুপুর দেড়টার দিকে পুকুর থেকে জিসানের মরদেহ উদ্ধার করা হয়েছে।
আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, থানায় এ বিষয় কেউ অবহিত করেনি।
Leave a Reply