নিজস্ব প্রতিবেদক:::পটুয়াখালী পৌরসভার ব্যবসায়ী শিবু লাল দাসকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। তার মুক্তিপণ হিসেবে পরিবারের কাছে ২০ কোটি টাকা দাবি করেছে অপহরনকারীরা।শিবু লাল দাস পটুয়াখালী পৌর শহরের পুরান বাজার এলাকার বাসিন্দা। তিনি ঠিকাদারি, ব্রিজের টোল আদায়, খেয়াঘাট ইজারাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পরিবেশক ব্যবসার সঙ্গে জড়িত।খোঁজ নিয়ে জানা যায়, সোমবার (১১ এপ্রিল) রাত ৯টার দিকে গলাচিপা উপজেলা থেকে পটুয়াখালী ফেরার তিনি অপহরণের শিকার হন।
দিনগত রাত ৩টার দিকে তার ব্যবহৃত মোবাইল নম্বর থেকে স্ত্রীর কাছে একটি ফোন আসে। এ সময় শিবু লালের মুক্তিপণ হিসেবে ২০ কোটি টাকা দাবি করা হয়।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, সোমবার রাতেই শিবু লাল দাসের ব্যবহৃত গাড়িটি আমতলী থেকে উদ্ধার করা হয়েছে। মোবাইল নম্বরে কল দিয়ে মুক্তিপণ দাবির একটি অডিও রেকর্ড পাওয়া গেছে। শিবু লাল দাসকে উদ্ধারে পুলিশের ৬টি টিম কাজ করছে।
Leave a Reply