নিজস্ব প্রতিবেদক::বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) এক শিক্ষকের বিরুদ্ধে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ করেছেন এক শিক্ষার্থী। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক সুপ্রভাত হালদারের বিরুদ্ধে এ অভিযোগ করেন ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ২০১৮-১৯ বর্ষের ছাত্র এবিএম মুশফিকুর রহমান।
অভিযোগ সূত্রে জানা গেছে, মুশফিকুর রহমান বেলা দেড়টার দিকে একাডেমিক ভবনের চার তলা থেকে নিচ তলায় যাচ্ছিলেন। এই সময় পেছন থেকে সহকারী অধ্যাপক সুপ্রভাত হালদার তাকে ডাক দেন। জায়গাটি কোলাহলপূর্ণ থাকায় ওই ডাক শুনতে না পেয়ে নিচতলার উদ্দেশে হেঁটে যায় মুশফিকুর রহমান। এতে সুপ্রভাত হালদার ক্ষিপ্ত হয়ে তাকে শার্টের কলার ধরে টানাহেচড়া শুরু করে।
এক পর্যায়ে ওই শিক্ষার্থী এর কারণ জানতে চাইলে সুপ্রভাত হালদার কোনো উত্তর না দিয়ে শার্টের কলার ধরে টানতে টানতে নিজের কক্ষে নিয়ে উপর্যুপরি লাঞ্ছিত করে ও শার্টছিড়ে ফেলে। শিক্ষার্থী মুশফিকুর রহমানের অভিযোগ, সুপ্রভাত হালদার তার কক্ষে নিয়ে তাকে অকথ্য ভাষায় গালাগালি করে এবং একাডেমিক ক্যারিয়ার ধ্বংসের হুমকিসহ নানাবিধ হুমকি দেন। পরে এ ঘটনা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. খোরশেদ আলম দেখতে পেয়ে ওই শিক্ষার্থীকে বের করে নিয়ে আসেন।
এব্যাপারে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. খোরশেদ আলম জানান, দুপুরে আইন বিভাগের ক্লাস চলাকালীন সময়ে ওই শিক্ষার্থীসহ আরও কয়েকজন ক্লাস রুমের বাইরে হৈচৈ করছিলেন। এ ঘটনায় আইন বিভাগের সহকারী অধ্যাপক ওই শিক্ষার্থীদের হৈচৈ করতে নিষেধ করে। এ নিয়ে তাদের মধ্যে একটুভুল বোঝাবুঝি হয়েছে। দুজনকেই বিষয়টি বুঝিয়ে মীমাংসা করে দেয়া হয়েছে। তারপরও ওই শিক্ষার্থী সন্ধ্যায় উপাচার্যবরাবর লিখিত অভিযোগ কেন দিয়েছে আমার জানা নেই।
এ বিষয়ে একাধিকবার চেষ্টা করেও সুপ্রভাত হালদারের মন্তব্য পাওয়া যায়নি।
Leave a Reply