নিজস্ব প্রতিবেদক:: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ফরিদপুর ইউনিয়নে ব্যাপক সংঘর্ষে জড়িয়েছে দুটি গ্রুপ। মঙ্গলার রাত ১২টার দিনে ইউনিয়নের ইছাপুরা নামক এলাকায় মামুন মেম্বর ওরফে হাতকাটা মামুন এবং রনির লোকজনের মধ্যে এই সংঘাতের ঘটনা ঘটে। এতে গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজন বলে জানা গেছে।বাকেরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন মিলন এই তথ্য নিশ্চিত করেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি রনির লোকজনকে মামুন মেম্বরের লোকেরা কুপিয়ে জখম করে। সেই ঘটনার রেশ ধরে রনির লোকজন মঙ্গলবার রাত ১২টার ইছাপুরা এলাকায় মামুন মেম্বর ও তার লোকদের ওপর হামলা করে। এবং একপর্যায়ে তারা তিনজনকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে তাদের স্থানীয়রা উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে আসে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তবে আহত তিনজনের নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
বাকেরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন মিলন জানান, খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এবং এই ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার করতে ইতিমেধ্যে কাজও শুরু হয়েছে। পাশাপাশি এই ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে।’
Leave a Reply