নিজস্ব প্রতিবেদক:: ভোলার লালমোহনের ফরাজগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরহাদ হোসেন মুরাদের বিরুদ্ধে কতিপয় ইউপি সদস্যের মিথ্যা, বানোয়াট ও ষড়যন্ত্রমূলক অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের সর্বস্তরের জনগণের আয়োজনে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ইউপি সদস্য মোস্তফা মিয়া, মো. মহসিন, সংরক্ষিত নারী ইউপি সদস্য নার্গিস বেগম ও নাজমা বেগমসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। তাদের দাবী, ইউনিয়নের উন্নয়ন কর্মকাণ্ড বাঁধাগ্রস্ত করতেই কতিপয় ইউপি সদস্য চেয়ারম্যান মুরাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অপপ্রচারে লিপ্ত হয়েছে। অবিলম্বে এসব ষড়যন্ত্রকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা।
প্রসঙ্গত, ফরাজগঞ্জ ইউপি চেয়ারম্যান ফরহাদ হোসেন মুরাদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে অনাস্থা জানিয়ে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে গত ২৫ এপ্রিল স্থানীয় সরকার বিভাগের সচিব, বরিশাল বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও ইউএনও’র কাছে লিখিত আবেদন করেন ওই ইউনিয়নের ৮জন ইউপি সদস্য।
Leave a Reply