নিজস্ব প্রতিবেদক:::বরিশাল নগরীর চিহ্নিত তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বুধবার (২৬ এপ্রিল) বিকেলে নগরীর সিঅ্যান্ডবি রোডে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই তিনজনকে আটক করে।
আটকরা হলেন- নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বাবুল হাওলাদারের ছেলে সাজ্জাদ হোসেন সুমন, সিকদারপাড়ার আক্কাস সিকদারের ছেলে রিয়াল সিকদার (৩২) এবং হাতেম আলী কলেজ এলাকার আনিসুর রহমানের ছেলে সোহাগ ওরফে পাসপোর্ট সোহাগ।
কোতয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান জানান, সিএন্ডবি রোডে মাদকের বেচাকেনা চলছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিনজনকে আটক করি। পরবর্তীতে তিনজনের শরীরে তল্লাশি চালিয়ে ১ হাজার ১৮০ পিস ইয়াবা উদ্ধার করি।
তিনি আরও বলেন, আটক সুমন ও পাসপোর্ট সোহাগের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। এছাড়াও সোহাগের বিরুদ্ধে স্ত্রী হত্যাকান্ডের ঘটনাসহ মুক্তিপণ আদায়ের মামলাও রয়েছে।
ঘটনার সত্যতা স্বীকার করে কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম বলেন, মাদক উদ্ধারের এই ঘটনায় এসআই মেহেদী হাসান বাদী হয়ে একটি মামলা করেছেন। তাদের সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আগামীকাল বৃহস্পতিবার সকালে আদালতে প্রেরণ করা হবে।’
Leave a Reply