নিজস্ব প্রতিবেদক:::বরিশাল শহরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে মনিরুল ইসলাম (৪০) নামে একজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে বরিশাল-ঢাকা মহসড়কে এ দুর্ঘটনা ঘটে।মনিরুল ইসলাম বরিশাল নগরীর ৩০ নম্বর ওয়ার্ডের কাশিপুর এলাকার সেকেন্দার আলীর ছেলে।
বরিশাল মেট্রোপলিটন বিমানবন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) মো. আমানুল্লাহ আল বারী প্রতক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, পেঁয়াজ ভর্তি একটি ট্রাক ঢাকা থেকে বরিশাল শহরের দিকে যাচ্ছিল। এ সময় মনিরুল ইসলাম সড়কের বিপরীত দিক দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার প্রাক্কালে ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে তিনি সড়কে ছিঁটকে পড়েন। পথচারীরা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ কর্মকর্তা বলেন, সংঘর্ষের পর মোটরসাইকেলের তেলের ট্যাংকি বিস্ফোরিত হয়ে ট্রাকটিতে আগুন ধরে যায়। এতে ট্রাকের সামনের অংশ পুড়ে গেছে। তবে চালক ও হেলপার আগুন লাগার পরপরই ট্রাক থেকে নেমে পালিয়ে গেছেন।’
Leave a Reply