নিসজ্ব প্রতিবেদক::: পটুয়াখালীর কুয়াকাটায় ভাইকে গাছের সঙ্গে বেঁধে বোনকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক কিশোরের বিরুদ্ধে। এ ঘটনায় বৃহস্পতিবার (২৮ এপ্রিল) রাতে ওই শিশুর মা মহিপুর থানায় মামলা করেছেন।
মামলা এজাহার সূত্রে জানা গেছে, বিকেলে ওই শিশু বড় ভাইয়ের (৯) সঙ্গে পাশের একটি মাছের ঘেরে জিলাপি ফল খেতে যায়। এসময় অভিযুক্ত কিশোর ওই শিশুর ভাইকে আম গাছের সঙ্গে রশি দিয়ে বেঁধে রাখে। পরে পাশের ঝোপের মধ্যে নিয়ে ওই শিশুকে ধর্ষণ করে। এ ঘটনায় ওই শিশুর প্রচুর রক্তক্ষরণ হলে তাকে কলাপাড়া হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী হাসপাতালে পাঠানো হয়।
কুয়াকাটা পৌরসভার ২নম্বর ওয়ার্ড কাউন্সিল তৈয়বুর রহমান জানান, বিষয়টি শোনার পরে খোঁজ নিয়ে সত্যতা পেয়েছি। অভিযুক্তের মা এ ঘটনার সত্যতা স্বীকার করে আমাকে সালিশি বৈঠকের অনুরোধ করলে আইনের মাধ্যমে সমাধানের পরামর্শ দিয়েছি।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, ওই শিশুর মা বাদী হয়ে মামলা করেছেন। বিষয়টি গুরুত্ব দেখা হচ্ছে।
Leave a Reply