রবিবার (১মে ২০২২) ২৯ রমজান বিকাল সাড়ে চারটায় বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক শিক্ষার্থীদের উদ্যোগে দরিদ্র অসহায়দের মাঝে ঈদ সামগ্রী ও ইফতার পার্টির আয়োজন করা হয়।
প্রতিবছরের ন্যায় এ বছরও ক্যাম্পাসে প্রায় শতাধিক দরিদ্র ব্যক্তিদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয় এসময় অত্র কলেজের প্রাক্তন ছাত্র শিক্ষকদের উপস্থিতিতে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বরিশাল ও ক্যাম্পাসের কাছাকাছি প্রাক্তন সকল ছাত্র – শিক্ষক ক্যাম্পাসে এসে আনন্দ উল্লাসে মেতে ওঠে।
রমজান মানে সিয়াম সাধনার মাস আর এই সিয়াম সাধনার মাস নিজেদের আনন্দের পাশাপাশি দরিদ্র অসহায় দের পাশে দাঁড়াতে পেরে অত্র কলেজের ছাত্র শিক্ষক সকলেই আনন্দিত হয়েছেন এবং মহান রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করেন যাতে করে প্রতিবছর এই ধারা অব্যাহত থাকে। ঈদ সামগ্রী বিতরণ শেষে প্রাক্তন ছাত্র শিক্ষক একত্রিত হয়ে নগরীর এক হোটেলে ইফতার পার্টির আয়োজন করেন।
Leave a Reply