অনলাইন ডেস্ক:: দুর্নীতির মামলায় ১০ বছরের দণ্ড নিয়ে বিদেশ যাওয়া হাজী সেলিম দেশে ফিরেছেন। আজ (বৃহস্পতিবার) দুপুর সোয়া ১২টায় থাই এয়ারওয়েজের ফ্লাইটে দেশে ফিরেছেন তিনি।ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মো. সেলিমের একান্ত সচিব মহিউদ্দিন মাহমুদ বেলাল জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, থাইল্যান্ডে চিকিৎসা শেষে আজ দুপুর সোয়া ১২টায় থাই এয়ারওয়েজের ফ্লাইটে দেশে ফিরেছেন সংসদ সদস্য হাজী সেলিম। এখন তিনি সুস্থ আছেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৮ নম্বর ওয়ার্ডে একটা জানাজায় অংশ নিয়েছেন।আদালতের আত্মসমর্পণের বিষয়ে বেলাল বলেন, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। যথাসময়ে আদালতে আত্মসমর্পণ করবো।
এর আগে দুর্নীতির মামলায় ১০ বছরের দণ্ড নিয়ে দেশ ছাড়েন হাজী মোহাম্মদ সেলিম। গত শনিবার (৩০ এপ্রিল) বিকেলে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে থাইল্যান্ড যান।
Leave a Reply