বরিশাল নগরীতে ৭ কেজি গাঁজা সহ আটক ০২ (দুই)
অনলাইন ডেস্ক।। গোপন সংবাদের ভিত্তিতে ২০ মে ২০২২ খ্রিঃ সাড়ে ৫ টায় নগর গোয়েন্দা বিএমপির এসআই মোঃ ফিরোজ আলম এর নেতৃত্বে একটি চৌকস টিম নগরীর কোতোয়ালি মডেল থানাধীন ০৯ নং ওয়ার্ডস্থ একতলা লঞ্চ ঘাটের পল্টুনের উপর রুটি-বিস্কুটের দোকানের সামনে অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনায়, ০৭ (সাত) কেজি গাঁজা, ০২টি ট্রাভেল ব্যাগ ও ০১টি বাটন মোবাইল ফোন সহ মোঃ হৃদয় , মোঃ সালাউদ্দিন হৃদয় , বক্কর আলী হৃদয়, বকু , বাবু (২০), পিতা- মৃতঃ আঃ হাই, মাতা- মোসাঃ মাকসুদা বেগম, সাং- বিরিঞ্চী হাঙ্গার ঈদগাঁ, থানা ও জেলা- ফেনী, বর্তমানে- মাষ্টারপাড়া, মেজবার কলোনী, ০২নং ওয়ার্ড, থানা ও জেলা- ফেনী ও মোঃ জুয়েল,বুবাইয়া,বেবাইয়া,আকাশ (১৯), পিতা- মৃতঃ নুরুন্নবী, মাতা- জুলেখা বেগম, সাং- স্বদেবপুর, ০৩নং ওয়ার্ড (রেলওয়ে সরকারী কোয়ার্টার্স), থানা ও জেলা- ফেনীদ্বয়কে আটক করেন।
মাদক বিক্রয়ের কাজে জড়িত অপর আসামী মোঃ আব্দুল মতিন, সাগর (৩০), পিতা- আব্দুল মালেক, মাতা-মৃত লাদুনি খাতুন, সাং- গাজীরবাগ (আলী চরোং বাড়ী, ইউপি বাটয়িা) , উপজলো/থানা- কবরিহাট, জলো -নোয়াখালী, র্বতমান সাং- সরকারী রেলওয়ে কোয়ার্টার্স এর ভাড়াটিয়া, ০২ নং ওয়ার্ড, থানা ও জেলা- ফেনী ও মোসাঃ ফাতেমা আক্তার (৩৫), স্বামী- মুন্না, সাং- স্বদেবপুর, ০৩নং ওয়ার্ড, থানা ও জেলা- ফেনী পলাতক রয়েছে।
ধৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
Leave a Reply