নিজস্ব প্রতিবেদক:::বরিশালের উজিরপুরে বৈদ্যুতিক পাখা দিয়ে ধান ঝাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক পল্লী চিকিৎসকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৪ মে) বেলা ১০টায় উপজেলার হারতা ইউনিয়নের নাথারকান্দি গ্ৰামে এ বিদ্যুৎস্পৃষ্টের ঘটনা ঘটে।উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী আর্শাদ বিষয়টি নিশ্চিত করেছেন।মৃত পল্লী চিকিৎসকের নাম বিজয় বৈদ্য (৫০)। ওই গ্ৰামের মৃত বিনোদ বৈদ্যর ছেলে ও ৪, ৫, ৬ নং ওয়ার্ডের সাবেক মহিলা ইউপি সদস্য রুপালী বৈদ্যর স্বামী।
নিহতের পরিবার ও স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, আজ সকাল ১০টার দিকে বৈদ্যুতিক পাখার সাহায্যে ধান ঝাড়তে গিয়ে বিজয় বৈদ্য বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয় ও পরিবারের লোকজন মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান পুলিশের কর্মকর্তা।
Leave a Reply