নিজস্ব প্রতিবেদক:::বরিশালের মুলাদীতে এক যুবকের গলাকাটা দেহ উদ্ধার করেছে পুলিশ। তার এক চোখ উপড়ানো ছিল। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করেছে পুলিশ।কাজিরচর ইউনিয়নের কাজিরচর এলাকার নিজ বাড়ির পাশের একটি জমির আইল থেকে মঙ্গলবার সকালে মনির হওলাদারের মরদেহ উদ্ধার করা হয়। যে জমিতে তার মরদেহ পাওয়া গেছে সেটি প্রতিবেশী আবুল সরদারের।মৃত ৩২ বছরের মনির তিনি মুলাদী বাস কাউন্টারের কেরানি পদে চাকরি করতেন।
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাকসুদুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।মনিরের ছোট ভাই পাভেল হাওলাদার বলেন, ‘মনির দীর্ঘদিন ধরে একই এলাকার কামাল সরদারের গরুর খামারেও কাজ করত। তবে কাজের কোনো টাকা দেয়নি কামাল। এই নিয়ে দ্বন্দ্ব চলছিল মনির ও কামালের। একাধিকবার টাকা চেয়েও পায়নি মনির, বরং মনিরকে হুমকি দেয়া হয়েছিল জেল খাটানোর।
‘এ ছাড়া কারও সঙ্গে দ্বন্দ্ব ছিল না মনিরের। সবশেষ সোমবার রাত ৯টায় আমার কাছ থেকে মনির ৫০ টাকা নিয়ে ঘর থেকে বের হয়। এরপর আর দেখা হয়নি। মঙ্গলবার সকালে খবর পাই মনিরের মরদেহ পাওয়া গেছে।’
তবে অভিযোগ অস্বীকার করেন কামাল সরদার। তিনি বলেন, ‘টাকা পয়সা নিয়ে আমার সঙ্গে মনিরের কোনো ঝামেলা ছিল না। এগুলো গুজব। অন্য কারো সঙ্গে শত্রুতায় হত্যা করা হতে পারে মনিরকে।’
ওসি মাকসুদুর রহমান বলেন, ‘মনিরের গলাকাটা দেহ উদ্ধার করা হয়েছে। তার বাম চোখও তুলে নেয়া হয়েছে। মরদেহ উদ্ধারের সময় জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয় জামাল মৃধা ও আলম হোসেনকে আটক করা হয়েছে।’
Leave a Reply