মিলন কান্তি দাস, নলছিটি,ঝালকাঠি।।
“শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায় ) ১ম সংশোধন ” প্রকল্প জিওবি খাতের আওতায় নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ’র ওরিয়েন্টেশণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
ঝালকাঠি জেলা তথ্য অফিসের আয়োজনে ২৬ মে বৃহস্পতিবার সকাল ১০টায় মোল্লারহাট ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন ঝালকাঠি জেলার জেলা প্রশাসক মোঃ জোহর আলী।
মোল্লারহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট কে এম মাহাবুবুর রহমান সেন্টু’র সভাপতিত্বে কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার
মোহম্মদ আহসান কবির। কর্মশালায়
অটিজম ও জেন্ডার বিষয়ক সেশন পরিচালনা করেন ডক্টর মোঃ শামিম আহসান, সহকারী অধ্যাপক, রাস্ট্রবিজ্ঞান বিভাগ, ঝালকাঠি সরকারি মহিলা কলেজ।
শিশু ও নারী নির্যাতন এবং শিশু বিবাহ প্রতিরোধ বিষয়ক সেশন পরিচালনা করেন মোঃ আবদুল্লাহ আল আমীন, কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার, যুব প্রশিক্ষণ কেন্দ্র, ঝালকাঠি। কোভিড-১৯ মোকাবেলা ও প্রাথমিক শিক্ষায় অভিযোজন সক্ষমতা বিষয়ক সেশন পরিচালনা করেন জেলা তথ্য অফিসার মোহম্মদ আহসান কবির।
কর্মশালায় অংশ গ্রহণ করেন শিক্ষক, সাংবাদিক, ইমাম, পুরোহিত, জন প্রতিনিধিরা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন আশরাফুল ইসলাম তপন সহকারী তথ্য অফিসার জেলা তথ্য অফিস। সার্বিক সহযোগিতায় ছিলেন মোহম্মদ জাকির হোসেন,প্রধান সহকারি,জেলা তথ্য অফিস।
Leave a Reply