মিলন কান্তি দাস নলছিটি,ঝালকাঠি।।
সরকারি নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক আঃ খালেক ফকির (৮০) ( বিকম খালেক স্যার) গত ২৬ মে বৃহস্পতিবার দিবাগত রাত ১১টায় নলছিটি কলবাড়ি সড়কের নিজ বাস ভবনে মৃত্যু বরণ করেছেন ( ইন্না- লিল্লাহি ওয়া ইন্না ইলাইহী রাজেউন)।
সবার প্রিয় শিক্ষক বিকম খালেক স্যারের মৃত্যুতে তার শিক্ষার্থী,স্বজনসহ বিভিন্ন মহল গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।
মৃত্যুকালে তিনি ২ ছেলে, ১ মেয়ে,স্ত্রীসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
আজ ২৭ মে শুক্রবার জুমার নামাজ’র পর তার সাবেক কর্মস্থল নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয় মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। বৃষ্টি উপেক্ষা করেও তার শতশত শিক্ষার্থী, স্বজনসহ অসংখ্য ধর্মপ্রাণ মানুষ তার জানাজার নামাজে অংশ গ্রহণ করেন। মরহুম আবদুল খালেক স্যার’র দ্বিতীয় জানাজার নামাজ তার গ্রামের বাড়ি উপজেলার দপদপিয়া ইউনিয়নের বীর নারায়ণ গ্রামে আসরের নামাজের পর অনুষ্ঠিত হবে।
তার ছোট ছেলে পুলিশ অফিসার রাজীব জানান দ্বিতীয় জানাজার পর তাকে পারিবারিক কবর স্থানে দাফন করা হবে।
Leave a Reply