মিলন কান্তি দাস,নলছিটি,ঝালকাঠি।।
নলছিটিতে আন্তঃ প্রাথমিক বিদ্যালয়ের পৌরসভা পর্যায়ে বিজয়ীদের শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয়েছে।
৩০ মে সোমবার বিকেল ৪টায় পুরাণ বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইরিন চৌধুরীর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলছিটি পৌরসভার মেয়র ও ঝালকাঠি জেলা আ’লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহেদ খাঁন। উপস্থিত ছিলেন রুপাতলী জাগুয়া ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক মেজবাহ উদ্দিন খান রতন, নলছিটি সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক মানবেন্দ্র মুখার্জি, নলছিটি প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও নলছিটি গার্লস স্কুল এন্ড কলেজ’র সিনিয়র শিক্ষক মিলন কান্তি দাস, শিক্ষক ও সাংবাদিক আমির হোসেন প্রমুখ।
২৯ ও ৩০ মে দুই দিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় পৌরসভার ১০টি প্রাথমিক বিদ্যালয়ের কয়েক শো শিক্ষার্থী অংশ গ্রহণ করে।
Leave a Reply