শিক্ষার মান উন্নয়নে সরকারের পাশাপাশি সমাজের বিত্তশালীদের এগিয়ে আসতে হবে
…………..ইঞ্জিঃ মোহাম্মদ হোসাইন।
নিজস্ব প্রতিনিধিঃ চাঁদপুর জেলার হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে ল্যাপটপ বিতরনের ধারাবাহিক প্রোগ্রামের অংশ হিসেবে শাহরাস্তি উপজেলার রাগৈ উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের মহাপরিচালক, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য প্রকৌশলী মোহাম্মদ হোসাইন।
শনিবার সকালে হাজীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম আব্দুর রশিদ মজুমদারের কবর জিয়ারতের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু করেন ইঞ্জিঃ মোঃ হোসাইন।
পরবর্তী সকাল ১১ঃ৩০ মিঃ শাহরাস্তি উপজেলা রাগৈ উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে ল্যাপটপ বিতরণ এবং বিকাল ৩ঃ৩০ মিঃ হাজীগঞ্জ উপজেলার ১১৭ নং কংগাইশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া অনুষ্ঠানের পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আন্তর্জাতিক জ্বালানি বিশেষজ্ঞ ইঞ্জিঃ মোহাম্মদ হোসাইন।
শাহরাস্তি উপজেলা রাগৈ উচ্চ বিদ্যালয়ের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাগৈ উচ্চ বিদ্যলয়ের সহকারী প্রধান শিক্ষক জনাব মোঃ ইব্রাহিম, সূচিপাড়া দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি, রাগৈ উচ্চ বিদ্যালয় এর মেনেজিং কমির সদস্য, জনাব আমির বাসার, জনাব আব্দুল কুদ্দুস, শাহরাস্তি পৌর আওয়ামীলীগের সদস্য জনাব মাহবুব চৌধুরী, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য জনাব হোসেন মীর, ইঞ্জিঃ নেছার পাটওয়ারী, চাঁদপুর জেলা ছাত্রলীগের সহ সভাপতি জনাব ফারুক আহমেদ, ডাকাতিয়ার সভাপতি, জনাব রাকিব উদ্দিন, জেলা ছাত্রলীগের উপ সম্পাদক ওমর ফারুক দর্জি, সদস্য সুম মিয়াজি, সূচিপাড়া দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য, জনাব মোঃ মোস্তফা সর্দার, রাগৈ ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য, জনাব মোঃ ওমর ফারুক, রাগৈ ১নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি, জনাব মাইন উদ্দিন।
হাজীগঞ্জ ১১৭ নং কংগাইশ প্রাথমিক বিদ্যালয়ে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ পৌর ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ সহ সভাপতি হাজী আনু মিয়া, পৌর আওয়ামীলীগের সদস্য আনিছ কাজী,জনাব আলহাজ্ব সালামত বেপারী, জনাব মোঃ রফিকুল ইসলাম, জেলা ছাত্রলীগের উপ অর্থ বিষয়ক সম্পাদক জনাব কামাল হোসেন, সদস্য নিরু, অফু সহ আওয়ামিলীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলীগঞ্জ হাই স্কুলের শিক্ষক জনাব মোঃ সোহেল হোসেনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি জনাব খাজা ওসমান হারুনী মামুন।
Leave a Reply