নিজস্ব প্রতিবেদক::বরিশাল শের-ই-বাংলা মেডিকেল হাসপাতাল থেকে সরকারি মালামাল চুরির সময়ে দুই নারীকে হাতেনাতে আটক করেছে হাসপাতালের আনসার সদস্যরা। বুধবার (৮ জুন) দুপুরে হাসপাতালের নীচ তলায় এ ঘটনা ঘটে। আটককৃত দুই নারী হলেন, জেলার বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের খ্রিস্টান পাড়া এলাকার হ্যাপি বাড়ৈ ও রাইসা বাড়ৈ।
শেবাচিম হাসপাতালের আনসার কমাণ্ডার মোশারফ হোসেন বলেন, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করলে তারা হাসপাতালের সার্জারি ওয়ার্ডের ইনচার্জ নার্স সীমা বাড়ৈর বাড়ির লোক বলে পরিচয় দেয়।
তিনি বলেন, আটককৃতরা দুপুর দেড়টার দিকে নার্স সীমা বাড়ৈর কাছ থেকে সরকারি মালামাল নিয়ে যাচ্ছিলো। এ সময় তাদের গতিবিধি পর্যবেক্ষণ করে সন্দেহ হলে আমরা তাদের আটক করি। পরে তাদের কাছ থেকে ৬টি কম্বল, ৫টি অপারেশন থিয়েটারের ড্রেস, ৫ প্যাকেট টিস্যু, এক বান্ডিল গজ কাপড় জব্দ করে হাসপাতাল পরিচালকের কাছে সোপর্দ করা হয়েছে।
হাসপাতালের পরিচালক ডাঃ এইচএম সাইফুল ইসলাম বলেন, আটক দুই নারী জানায় ঐ মালামাল তাদের কাছে সার্জারি ওয়ার্ডের ইনচার্জ নার্স সীমা বাড়ৈ দিয়েছে। পরে জিজ্ঞাসাবাদের জন্য সীমা বাড়ৈকে ডেকে আনা হয়। সে বিষয়টি অস্বীকার করলে তাৎক্ষণিক এ ঘটনায় হাসপাতালের উপ-পরিচালক জাহাঙ্গীর আলমকে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করে ৩ কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়। পাশাপাশি তদন্ত প্রতিবেদন না দেয়া পর্যন্ত নার্স সীমা বাড়ৈকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
পরে আটক নারী দুজনকে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় চুরির সাথে হাসপাতালের কোন স্টাফ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান পরিচালক।
বরিশাল কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তদন্ত লোকমান হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুই নারীকে চোরাই মালামাল সহ আটক করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ মামলা দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply