মিলন কান্তি দাস নলছিটি,ঝালকাঠি।।
নলছিটি গার্লস স্কুল এন্ড কলেজ’র ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থিদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
১৬ জুন বৃহস্পতিবার সকাল ১১টায় বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোহম্মদ জলিলুর রহমান আকন্দ।
সিনিয়র শিক্ষক মিলন কান্তি দাস’র সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারি প্রধান শিক্ষক বিধান চন্দ্র মন্ডল,শিক্ষক শাহনাজ রহমান, বিন ই আমিন, মরিয়ম আক্তার, তারেক আহমেদ খান, শিক্ষার্থীদের মধ্যে মাইসা তাসনীম স্নেহা,সানজারাহ বিনতে হালিম, ইলমা জাহান,ঐশি আক্তার, সোনামনি, জান্নাতি আক্তার তুনা,আয়শা সিদ্নিকা, ফাহিয়া প্রমুখ। উপস্থিত ছিলেন ছাত্রী অভিভাবক ও উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সুলতান হোসেন আকন। মানপত্র পাঠ করে দশম শ্রেণির শিক্ষার্থী উম্মে রুবাইয়াত জিনান এবং সমবেত সংগীত পরিবেশন করে ভোকেশনাল’র শিল্পী আক্তার ও তার দল।
পরীক্ষার্থিদের সফলতা কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন শিক্ষক মাওলানা মোহম্মদ ফেরদাউস।
Leave a Reply