বরিশাল জেলা প্রশাসকের আয়োজনেপদ্মাসেতু উদ্বোধনী অনুষ্ঠান উদযাপন উপলক্ষ্যে
প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত।
পদ্মাসেতু উদ্বোধনী অনুষ্ঠান উদযাপন উপলক্ষ্যে ২০ জুন ২০২২ খ্রিঃ বিকাল ৩ টায় জেলা প্রশাসন বরিশালের আয়োজনে, সার্কিট হাউজ সম্মেলন কক্ষ বরিশালে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ আমিন উল আহসান।
সভাপতিত্ব করেন, বরিশাল জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দার।
সভায় প্রধান অতিথি সহ সম্মানিত বক্তাগণ প্রস্তুতি সংক্রান্ত স্ব -স্ব অবস্থান থেকে মতামত জ্ঞাপন করেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) জনাব প্রলয় চিসিম পদ্মাসেতু উদ্বোধনী অনুষ্ঠান উদযাপন উপলক্ষ্যে নিশ্ছিদ্র নিরাপত্তা বাস্তবায়ন তথা আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে গুজব প্রতিরোধে বিএমপি আইসিটি টিম কর্তৃক সাইবার পেট্রোলিং সহ বিভিন্ন স্তরে পেশাদারিত্বের সাথে গৃহীত নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিএমপি জাগ্রত বলে জানান।
Leave a Reply