মিলন কান্তি দাস নলছিটি,ঝালকাঠি।। নলছিটি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মু. আনোয়ার আজীমকে বদলী জনিত বিদায়ী সংবর্ধনা প্রদান করেছে শিক্ষকরা।
২১ জুনমঙ্গলবার দুপুরে পৌরসভা মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা আ’লীগের সহ সভাপতি ও নলছিটি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহম্মদ সিদ্দিকুর রহমান।
নলছিটি উপজেলা মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার শিক্ষক সমাজ এ বিদায়ী সংবর্ধনার আয়োজন করে।
উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. বদরুল আমীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা খোন্দকার মজিবুর রহমান, জুলফিকার আলী ভূট্টো ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. আইয়ূব আলী তালুকদার, সরকারি নলছিটি ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. রফিকুল ইসলাম, নলছিটি সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মো. বাহাউদ্দিন,সরকারি নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক খাইরুল বাশার রানা, নান্দিকাঠি আদর্শ মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক একরামুল করিম মিঠু মিয়া,খাঘড়াখানা মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মো. জাকির হোসেন, বি জি ইউনিয়ন একাডেমীর প্রধান শিক্ষক মোঃ আলী হায়দার,খলিলুর রহমান বাবুল প্রমুখ ।
বিদায়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মু. আনোয়ার আজীম তার পাচ বছর দুই মাসের কর্মকাল অম্লান হয়ে থাকবে বলে উল্লেখ করে বলেন সবার সহযোগিতার ফলে তিনি সফল ভাবে সম্পন্ন করতে পেরেছেন ।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন নলছিটি গার্লস স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক ও শিক্ষক সমিতির সভাপতি মো. জলিলুর রহমান আকন্দ। অনুষ্ঠানে বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্য শেষে বিদায়ী এ কর্মকর্তার হাতে ক্রেস্ট ও কমপ্লিট স্যুটের কাপড় তুলে দেন।
Leave a Reply