নিজস্ব প্রতিবেদক:::বরিশাল:: সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষকের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত কমিউনিটি সেন্টারের মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২০ জুন) অভিযান চালিয়ে তাকে বাসা থেকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে কোতয়ালি মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি/তদন্ত) লোকমান হোসেন জানান, মামলার ভিত্তিতে শাহিন হোসেন মল্লিক মামুনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে মঙ্গলবার আদালতে সোপর্দ করা হবে।
এর আগে শনিবার সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক তরিকুল ইসলাম চন্দ্রদ্বীপ টাওয়ারে নিজের ফ্লাট থেকে নিচতলায় নেমে বাইরে বের হওয়ার সময়ে একই ভবনে থাকা মুমীতু কমিউনিটি সেন্টারের মালিক শাহিন হোসেন মল্লিক মামুন হামলা চালায়।
ওই শিক্ষক প্রথম দফায় মার খেয়ে রিকশাযোগে চলে গেলে মুন্সীর গ্যারেজ নামক স্থানে মামুনের সহযোগীরা রিকশা থেকে নামিয়ে তাকে আবারও মারধর করে। আহত চিকিৎসক শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। এবং গতকাল রোববার কোতয়ালি মডেল থানায় মামুনসহ ৪/৫ জনের বিরুদ্ধে একটি মামলা করেন।সেই মামলায় একদিনের মাথায় মামুনকে গ্রেপ্তার করল পুলিশ
Leave a Reply