স্টাফ রিপোর্টার ।। নগরীতে সৎ চাচার সন্ত্রাসী বাহিনীর হামলায় গুরুতর আহত হয়ে মৃত্যুর সাতে পাঞ্জা লড়ছেন সাহসী ছাত্রদল নেতা রফিকুল ইসলাম টিপুর ভাই রওজত হোসেন মিঠু।গতকাল নগরীর ৩ নম্বর ওয়ার্ডের মতাশার বাজারে রাত আনুমানিক ১০ টার দিক এ ঘটনা ঘটে।
ঘটনাস্থলের প্রত্যক্ষদর্শীরা জানান, শামছুদ্দিন দিদার, গিয়াস উদ্দিন দিদার, সোহরাব,কবির মল্লিক,মিজানুর রহমান বাবুর ছেলে আফতাব হোসেন সহ আরও প্রায় ৪৫-৫০ জনের মত সশস্ত্র সন্ত্রাসীরা বাবুল দিদারের পুত্র রওজত হোসেন মিঠুকে খুনের উদ্দেশ্যে দেশীয় অস্রসহ হামলা করে। এলোপাথাড়ি মারধরে ছাত্রদল নেতা টিপুর ভাই মিঠু গুরুতর আহত হন। এসময় টিপুর সৎ চাচাসহ সন্ত্রাসীরা সবাই চড়াও হয় আহত মিঠুর উপর।
ছাত্রদল নেতা রফিকুল ইসলাম টিপু জানান ‘ আমার সৎ চাচার সাতে দীর্ঘদিন জমিজমা নিয়ে বিরোধ চলছে। সেই রেশ ধরেই শালিসের নামে আমার নিরীহ ভাইকে(রওজত হোসেন মিঠু) খুন করার জন্য আক্রমণ করে। সে শেবাচিম এ মৃত্যুর সাথে এখন পাঞ্জা লড়ছেন।আমাকেও হামলার চেষ্টা করছে সন্ত্রাসীরা । ঘটনাস্থলে শামছুদ্দিন দিদার, গিয়াস উদ্দিন দিদার, সোহরাব,কবির মল্লিক,মিজানুর রহমান বাবুর ছেলে আফতাব হোসেন সহ আরও প্রায় ৪৫-৫০ জনেরমত উপস্থিত ছিল হামলার ঘটনায়। মামলার প্রস্তুতি চলছে।
অভিযুক্তরা পলাতক থাকায় তাদের বক্তব্য সংগ্রহ সম্ভব হয়নি।
এ রিপোর্ট করা পর্যন্ত থানায় কোন মামলার তথ্য পাওয়া যায়নি।
Leave a Reply