নিজস্ব প্রতিনিধি:::পটুয়াখালীর বাউফল উপজেলার আসন্ন নাজিরপুর ইউনিয়ন পরিষদের উপ- নির্বাচনকে কেন্দ্র করে মহাসিন উদ্দিন (৫৩) নামের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীকে (চসমা মার্কা) কুপিয়ে ও পিটিয়ে গুরুত্বর জখম করেছে প্রতিপক্ষ নৌকা মার্কা সমর্থিত চেয়ারম্যান প্রার্থী ইব্রাহীম ফারুকের লোকজন।
শুক্রবার (৮ জুলাই) বিকাল পোনে ৫টার দিকে নাজিরপুর ইউনিয়নের তাঁতেরকাঠি এলাকায় সরোয়ার খানের বাড়িতে এ ঘটনাটি ঘটেছে।
সংবাদ পেয়ে তার সমর্থিত লোকজন আহত অবস্থায় মহাসিন উদ্দিন (৫৩) কে উদ্ধার করে বাউফল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মহাসিন উদ্দিন জানান, তিনি শুক্রবার সকালে ঢাকা থেকে বাড়ীতে আসেন। কোরবানির গরু ক্রয় করার জন্য তার ভাই ইউপি সদস্য মিন্টুকে নিয়ে নুরাইনপুর বাজারে যাচ্ছিলেন। পথে চেয়ারম্যান প্রাথী ইব্রাহিম ফারুকের ( নৌকা মার্কা) সমথীত প্রাথীর ছেলে সৌমিক এর নেতৃত্বে জসীম,মর্তুজা,শামিম,আনোয়ার সাইফুল,সোহেল বশির সহ শতাধিক মোটরসাইকেল বহার এসে তাকে ধাওয়া করলে তিনি ( মহাসিন) তাঁতেরকাঠি এলাকার সরোয়ার খানের বাড়িতে আশ্রয় নিয়ে বাড়ীর গেট বন্ধ করে দেয়। পরে হামলাকারিরা গেট ভেঙ্গে বাড়ীর ভিতরে ঢুকে তাকে ( মহাসিন) কে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। এ সময় আনোরার তাকে (মহাসিন)কে পিস্তল ঠেকিয়ে নির্বাচন থেকে সরে যেতে বলেন। পরে সহাসিন সমর্থিত লোকজন সংবাদ পেয়ে আহত অবস্থায় মহাসিনকে উদ্ধার করে বাউফল হসপিটালে চিকিৎসার জন্য ভর্তি করেন।
এ হামলার ঘটনাটি মিথ্যা ও ভিত্তিহীন বলে নৌকা মার্কা সমর্থিত চেয়ারম্যান প্রার্থী ইব্রাহিম ফারুক বলেন, আমার নৌকা মার্কা সমর্থিত কিছু লোকজন মোটরসাইকেল মহড়া দিচ্ছিল এসময় তাঁতেরকাঠি এলাকার সরোয়ার খানের বাড়িতে ভিতর থেকে আমার লোকজনের ওপর ইটপাটকেল নিক্ষেপ করলে আমার কর্মী আমির হোসেন মৃধা (৬৫) ও তার ছেলে সোহেল (৩৫) আহত হয়। গুরুতর আহত অবস্থায় আমির হোসেনকে বাউফল হাসপাতালে নিলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করেন।
এ ব্যাপারে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) আল মামুন বলেন, সংবাদ পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। তদন্ত সাপেক্ষে ঘটনার সাথে জড়িতদের জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply