নিজস্ব প্রতিবেদক:::ভোলার লালমোহনে মন্দিরের মধ্যে মানসিক প্রতিবন্ধী যুবককে বেঁধে অমানবিক নির্যাতনের একটি ভিডিও ভাইরাল হয়েছে।ফেইচবুকে ভাইরাল হওয়া ভীডিতে দেখা যায়ে জয়ন্ত নামের এক যুবকে মধ্যোযোগীয় কায়দার হাত খুটির সসাথে বেধে অমানবিক নির্যাতন লাঠি দিয়ে পিটায় অপর দুই যুবক।বৃহস্পতিবারে রাতে ১৯ সেকেন্ডের ওই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
ভিডিওতে দেখা যায়, উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের কর্তারহাটের স্বর্ণেরচর মন্দিরের খুঁটির সাথে বেঁধে যুবককে দুইজন মিলে লাঠি দিয়ে এলোপাথারী মারছে। এসময় যুবককে আত্মচিৎকার করতে শোনা যায়।
খোঁজ নিয়ে জানা গেছে, নির্যাতনের শিকার যুবকের নাম জয়ন্ত। সে ওই এলাকার মিস্ত্রি বাড়ির শ্যামল দাসের ছেলে। নিযার্তনকারী দুজনের পরিচয়ও পাওয়া গেছে। তারা একই বাড়ির তাপস মৃধা ও অশিক মিস্ত্রি। এদের অমানবিক নির্যাতনে ওই যুবকের একটি হাতও ভেঙে গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত নির্যাতনের শিকার জয়ন্তকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য আনা হয়েছে।
এব্যাপারে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান বলেন, ভিডিওটি দেখে এলাকায় খোঁজখবর নেয়া হচ্ছে। এবং কিজন্য এরকম নির্যাতনের ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।’
Leave a Reply