করোনাভাইরাসে আক্রান্ত ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক জেসন হোল্ডার। যে কারণে ভারতের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজে হোল্ডারের খেলা অনিশ্চিত হয়ে পড়েছে।
শুক্রবার থেকে ওয়েস্ট ইন্ডিজ-ভারতের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হয়েছে। প্রথম ম্যাচের একাদশে ছিলেন না হোল্ডার। প্রথম ম্যাচের আগে করোনা পরীক্ষায় পজিটিভ হন তিনি।
ভারতের বিপক্ষে টসের সময় হোল্ডারের করোনা নিয়ে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক নিকোলাস পুরান বলেন, ‘দুর্ভাগ্যবশত কোভিডে আক্রান্ত হোল্ডার। তাই প্রথম ম্যাচে খেলতে পারেননি তিনি।’
বাংলাদেশের বিপক্ষে গত সিরিজে বিশ্রামে ছিলেন হোল্ডার। ভারতের বিপক্ষে সিরিজ দিয়ে আবারও মাঠে ফেরার কথা ছিলো তার।
Leave a Reply