নিজস্ব প্রতিবেদক:::বরিশালের গড়িয়ারপাড়ে বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে মাহিন্দ্রার (থ্রি-হুইলার) এক যাত্রী নিহত হয়েছেন। বিমানবন্দর থানাধীন ওই এলাকায় বরিশাল-ঢাকা মহাসড়কে রোববার বেলা সাড়ে ১২টার এই দুর্ঘটনায় আহত হয়েছেন একই পরিবহনের আরও ৪ যাত্রী। তাদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।নিহত ব্যক্তির বয়স ৪০ বছর। তার নাম-পরিচয় জানতে পারেনি পুলিশ।
পুলিশ জানায়, শহরের নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকা থেকে একটি মাহিন্দ্রা যাত্রী নিয়ে রহমতপুরের উদ্দেশে যাচ্ছিল। পথিমধ্যে গড়িয়ারপাড়ে বিপরিত দিক থেকে নথুল্লাবাদের উদ্দেশে ছেড়ে দিদার পরিবহনের একটি বাসের সাথে মাহিন্দ্রাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মাহিন্দ্রার এক যাত্রী নিহতসহ আরও ৪ জন গুরুতর আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌছানোর আগেই স্থানীয়রা নিহত এবং আহত যাত্রীদের উদ্ধার করে শেবাচিম হাসপাতালে পাঠায়।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে বরিশাল মেট্রোপলিটন বিমানবন্দর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম জানান, দুর্ঘটনার পর চালক-হেলপার বাসটি ফেলে পালিয়ে গেছে। এবং নিহত ও আহত যাত্রীদের উদ্ধার করে স্থানীয়রা শেবাচিম হাসপাতালে পাঠিয়ে দেয়।
এই ঘটনায় একটি মামলার প্রস্তুতি নেওয়াসহ নিহত ব্যক্তির পরিচয় শনাক্তেও কাজ করা হচ্ছে, জানান থানা পুলিশের ওসি কমলেস চন্দ্র হালদার।
বেলা পৌনে ৪টার দিকে বরিশাল শেবাচিম হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহমান জানান, নিহত মাহিন্দ্রা যাত্রীর নাম-পরিচয় জানা যায়নি। তাছাড়া তার কোনো স্বজনও মেডিকেলে আসেনি। লাশটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
Leave a Reply