নিজস্ব প্রতিবেদক ::: বরিশালে ৫শ পিস ইয়াবাসহ এক মাদক বিক্রেতাকে আটক করেছে বন্দর থানা পুলিশ। শনিবার (২৩ জুলাই) দিবাগত রাত ১ টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।আটক আল-আমিন বরিশাল শহরের রূপাতলী এলাকার ভাড়াটিয়া এবং তার গ্রামের বাড়ি ভোলায়।থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) সামসুল ইসলাম ও এএসআই সুমন চরকাউয়া খেয়াঘাট এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় আল আমিন মল্লিক নামের এক ব্যক্তিকে তল্লাশী করে তার পকেটে থাকা ইয়াবা উদ্ধার করা হয়।
এস আই সামসুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচলানা করা হয়। কিন্তু চরম অভিনব পন্থা অবলম্বন করে আমাদের ফাকি দিয়ে পালানাের সময় তাকে ধৃত করা হয়।
এব্যাপারে বন্দর থানার অফিসার ইনচার্জ মোঃ আসাদুজ্জামান জানান, আমাদের মাদক বিরোধী অভিযানের জালে ধরা পরে আল আমিন। আমাদের মাদক বিরোধী সাড়াশী অভিযান অব্যাহত থাকবে।’
Leave a Reply